প্রকাশিত: ১৮/০৪/২০২১ ১০:০৯ এএম

একদিকে কোভিড সংক্রমণ। অন্যদিকে সহিংসতা দুটোকেই সামনে রেখেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চলমান বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন। বেশকিছু বিচ্চিন্ন ঘটনা ছাড়া এ দফায় রক্তপাত মৃত্যুহীন ভোট সম্পন্ন হয়েছে। ষষ্ঠ দফার ভোট প্রচারে আবারো তুমুল রাজনৈতিক বির্তকে জাড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ২ মে মানসিক প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২ তারিখের পর আপনি প্রাক্তনী হয়ে যাবেন। মানুষ আপনাকে আর চায় না। আপনি একটি বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন।
ভোটের প্রচারে কলকাতা থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের আসানসোলে যখন মমতাকে এভাবে কটাক্ষ করছিলেন মোদি, ঠিক এর কিছুক্ষণের মধ্যে পশ্চিম বর্ধমান দলীয় প্রচারে মোদিকেও এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, রাজ্যটির চলমান বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবুও উত্তর চব্বিশ পরগনা, নদীয়ার বেশকিছু জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসের খবর মিলেছে। তবে হতাহতের কোনও খবর না থাকায় নির্বাচন কমিশন দিন শেষে শান্তির নিঃশ্বাস ফেলেছে।
শনিবারের ভোটগ্রহণের মধ্য দিয়ে রাজ্যটির ২৯৪ আসনের বিধানসভার ১৮০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ সম্পন্ন করেছে কমিশন। ষষ্ঠ দফার ৪৫ বিধানসভায় ভোটগ্রহণ ২২ এপ্রিল

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...