প্রকাশিত: ১৬/০২/২০১৮ ৮:৩৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
১৬০ সিসির নতুন মোটরবাইক বাজারে আনলো হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। কোম্পানিটি এরইমধ্যে মোটরবাইকটির বুকিং নেয়া শুরু করেছে।
হোন্ডা বলছে, এর দাম রাখা হবে ৭৯ হাজার রুপিরও নিচে। যা বাংলাদেশি মুদ্রায় আজকের দর অনুযায়ী দাঁড়ায় প্রায় ১ লাখ টাকা।

তবে আনুষ্ঠানিকভাবে মোটরবাইকটির দামের কথা মার্চের প্রথম সপ্তাহে জানানো হবে। ওই মাসের মাঝামাঝি সময়ে মোটরবাইক ডেলিভারি দেয়া হবে।
এর আগে হোন্ডা ১৬০ সিসির সিবি হর্নেট এবং ইউনিকর্ন বাজারে ছাড়ে। যদিও ইউনিকর্ন এখন বাজারে নেই। অন্যদিকে সিবি হর্নেট একচেটিয়া রাজত্ব করছে।
হোন্ডা এক্স ব্লেড বাইকটিতে রয়েছে ১৬০ সিসি ইঞ্জিন। এতে আছে এলইডি হেডল্যাম্প। স্টাইলের সঙ্গে এই বাইকে মিলবে আরও বেশি মাইলেজ।
ভারতের রাজধানী দিল্লীতে ৮ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অটো এক্সপো। এই এক্সপোতে হোন্ডা তাদের নতুন এই বাইক প্রদর্শন করে।
পাঁচ রঙে মোটরবাইকটি পাওয়া যাবে।
হোন্ডা জানিয়েছে, তরুণ বাইকপ্রেমীদের কথা মাথায় রেখেই নতুন এ বাইক বাজারে আনা হয়েছে।

পাঠকের মতামত

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...