প্রকাশিত: ২৩/০৫/২০২০ ৪:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ১২০০ অসহায় পরিবারের মাঝে নিজস্ব উদ্যোগে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট। প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নেয়া অসহায় পরিবার গুলোর মাঝে সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় লক্ষ্যারচর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কুঠির সংলগ্ন কল্যান ট্রাস্টের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধূরী।

পরে সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১২শত পরিবারে মাঝে পর্যায়ক্রমে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর সহধর্মিণী ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেচারা বেগম, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধূরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক এস এম হানিফ, সাংবাদিক এ কে এম ইকবাল ফারুক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক, এম কে মোহাম্মদ মিরাজ ও জিয়াউল করিম মো. তারেক ও সাংবাদিক রাজুদাশসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু শামা ও আজহার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, জাতির ক্রান্তিলগ্নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের নিজস্ব উদ্যোগে ১২শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এ মহৎ উদ্যোগ গ্রহনের জন্য লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিমসহ তার পরিবারকে সাধুবাদ জানাই। জাতির এ ক্রান্তিলগ্নে এ ধনের মহৎ উদ্যোগ গ্রহনের মাধ্যমে অসহায় পরিবারে সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহবান জানান ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ।

প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নেয়া লক্ষ্যারচর ইউনিয়নের ১২শত অসহায় পরিবারের মাঝে ঈদ উহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখেই ইউনিয়নের ৯টি ওয়ার্ড যথাক্রমে মন্ডল পাড়া, হাজী পাড়া, জহির পাড়া, রুস্তম আলী চৌধূরী পাড়া, উত্তর পাড়া, চরপাড়া, পূর্ব পাড়া, পূর্ব মাঝের পাড়া, জিদ্দা বাজার ও স্কুল পাড়া এলাকার ১২শত অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রেজাউল করিম সেলিম আরও বলেন, ইতিপূর্বেও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্যারচর ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়নের ১২শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে আবারো তাদের পাশে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্ট অতীতে সব সময় অসহায় জনগনের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সব সময় অসহায়দের পাশে থাকবে।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় অসহায় লোকজনকে করেনা ভাইরাসের সংক্রমণ রোধে সাবান দিয়ে হাত পরিস্কার, মাক্স পড়া এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরে থাকার পাশাপাশি বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী পরামর্শ দেওয়া হয়।

দেশের এ ক্রান্তিকালীণ সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজের সকল স্থরের বিত্তবান লোকদের যার যার অবস্থান থেকে করোনা প্রতিরোধে ও অসহায় লোকজনের সহায়তায় এগিয়ে আসারও আহবান জানান লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...