প্রকাশিত: ২৪/১২/২০১৭ ৮:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::

টেকনাফের অন্যতম দাতব্য ও সেবামুলক প্রতিষ্টান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষার পুর্ণাঙ্গ ফলাফল ২৩ ডিসেম্বর পাওয়া গেছে। ২২ ডিসেম্বর আড়ম্বরপূর্ণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে এ পরিক্ষা অনুষ্টিত হয়েছিল। পরিক্ষার পুর্ণাঙ্গ ফলাফল নিম্মরুপ :

৪র্থ শ্রেনীতে ট্যালেন্টপুল ৩ জন (স্কুল)।

হ্নীলা আলফালাহ একাডেমীর তকি আহমদ রোল নং-১৭৬, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের মোঃ আতাউল্লাহ রোল নং-১২১ ও শিহাব উদ্দিন রোল নং-১১৮।

সাধারণ বৃত্তি (স্কুল) ৮ জন (হ্নীলা ইউনিয়ন)

হ্নীলা আলফালাহ একাডেমীর আলী আহসান রোল নং-১৭২, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের ছৈয়দ মোঃ ইসমাইল রোল নং-১১৯ এবং আসিফ কামাল রোল নং-১২২, হ্নীলা আলফালাহ একাডেমীর তানজিলা মাহফুজ রোল নং-১৭৪, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের আফরোজা রহমান রোল নং-১৭৩, হ্নীলা আলফালাহ একাডেমীর ইমজামাম খান রোল নং-১৭৩, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের ইশাত কামাল রোল নং-১২৩, নয়াপাড়া মুচনী আদর্শ বিদ্যাপিঠের রাসেল করিম রোল নং-১০১।

হোয়াইক্যং ইউনিয়ন (স্কুল) ৫ জন (সাধারণ)

কাঞ্জরপাড়া মডেল একাডেমীর নাবিলা আফরোজ রোল নং-২৪৫ এবং সিদরাতুল মুনতাহা রোল নং-২৪৬, হোয়াইক্যং হলি চাইল্ড কেজি স্কুলের আবদুল্লাহ আল সিফাত রোল নং-২৭৮, কাঞ্জরপাড়া মডেল একাডেমীর সাবিত জুবাইর রোল নং-২৪০, ঝিমংখালী সরকারী প্রাইমারী স্কুলের ইরফান সাদিক রোল নং-২৫৫।

টেকনাফ সদর ইউনিয়ন (স্কুল) ১ জন (সাধারণ)

টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের সাহাল শরীফ রোল নং-২০৫।

টেকনাফ পৌরসভা (স্কুল) ১ জন (সাধারণ)

টেকনাফ বার্মিজ সরকারী প্রাইমারী স্কুলের নিলয় দে রোল নং-২২১।

বাহারছড়া ইউনিয়ন (স্কুল) ২ জন (সাধারণ)

শামলাপুর জব্বারিয়া শাহিন-শরীফ সরকারী প্রাইমারী স্কুলের শাম্মী শহীদ রোল নং-২৩৩, শামলাপুর সরকারী প্রাইমারী স্কুলের তাসনীম রোল নং-২২২।

সাবরাং ইউনিয়ন (স্কুল) ২ জন (সাধারণ)

নোয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুলের মোঃ শাহেদ রোল নং-১৮৭, সাবরাং সরকারী প্রাইমারী স্কুলের আরিফ ওয়াজেদ রোল নং-১৯৫।

৪র্থ শ্রেনীতে ট্যালেন্টপুল ১ জন (মাদ্রাসা)।

রসুলাবাদ আজিজিয়া মদীনাতুল উলুম মাদ্রাসার আফসার উদ্দিন রোল নং-৩০১।

সাধারণ (মাদ্রাসা) হ্নীলা ইউনিয়ন ৭ জন।

হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমীর তকিয়া জন্নাত রোল নং-৩৪৯, ইমাম আবু হানিফা (রাহঃ) মাদ্রাসার কামরুল হাসান রোল নং-৩৪১ এবং মাহমুদা খানম রোল নং-৩৪২, হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমির হালিমাতুস সা’দিয়া রোল নং-৩৬১, ইমাম আবু হানিফা (রাহঃ) মাদ্রাসার মোঃ করিম রোল নং-৩৪৩, হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমীর লুকমান রোল নং-৩৪৯, আজিজিয়া এশায়াতুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার তানজিনা শারমিন রোল নং-৩১৭।

সম্পুরক (মাদ্রাসা) বৃত্তি ৪ জন।

হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমীর তানজিনা জন্নাত রোল নং-৪১১, নাদিয়া আক্তার রোল নং-৩৫০, মোঃ মোরশেদ রোল নং-৩৫৯, কামরুল ইসলাম রোল নং-৩২০।

ট্যালেন্টপুল ৭ম শ্রেনী ১ জন (স্কুল)।

হ্নীলা আলফালাহ একাডেমীর নাফিজা নুর ইমি রোল নং-৫৭৪।

সাধারণ (স্কুল) হ্নীলা ইউনিয়ন ৫ জন।

হ্নীলা আলফালাহ একাডেমীর মোজাম্মেল কবির রোল নং-৫৬০, মোঃ সাকিব রোল নং-৫৫৯, হ্নীলা হাইস্কুলের সুবর্ণা দাশ রোল নং-৫৩৭, হ্নীলা আলফালাহ একাডেমীর সা’দ বিন মোস্তফা রোল নং-৫৬৭, নাদিয়া আফরিন সালমা রোল নং-৫৬৩।

সাধারণ (স্কুল) টেকনাফ সদর ইউনিয়ন ২ জন।

টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের তাসনিয়া আরফিন ইলমা রোল নং-৫০২, জয়ীতা শীল রোল নং-৫০১।

সাধারণ (স্কুল) টেকনাফ পৌরসভা ১ জন।

টেকনাফ এজাহার গার্লস হাইস্কুলের অর্পিতা বড়–য়া রোল নং-৫২২।

সাধারণ (স্কুল) হোয়াইক্যং ইউনিয়ন ৩ জন।

কাঞ্জরপাড়া মডেল একাডেমীর আরিফা আক্তার রিফা রোল নং-৫৭৮, মোঃ নাইমুর রশিদ ছিদ্দিকী রোল নং-৫৮৩, আতিক উল্লাহ রোল নং-৫৮৫।

সাধারণ (স্কুল) সাবরাং ইউনিয়ন ১ জন।

আলহাজ্ব নবী হোছাইন হাইস্কুলের ইসরাত জমিলা রোল নং-৫১৮।

ট্যালেন্টপুল ৭ম শ্রেনী ১ জন (মাদ্রাসা)

হ্নীলা শাহ মজিদিয়া আলীম মাদ্রাসার মুরসালিন জান্নাত রোল নং-৭০৮।

সাধারণ (মাদ্রাসা) ৩ জন।

কেকেপাড়া আয়েশা ছিদ্দিকা বালিকা মাদ্রাসার তাসনীম বিনতে এনায়ত রোল নং-৭৪৩, হ্নীলা শাহ মজিদিয়া আলীম মাদ্রাসার উম্মে হায়াত রোল নং-৭১৪, হাতিয়ারঘুনা মাহমুদিয়া বালিকা মাদ্রাসার হালিমা সাদিয়া রোল নং-৭৩৮। ##

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...

এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম সর্বা

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ ...