প্রকাশিত: ০৬/০৮/২০১৮ ৯:৩৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪২ পিএম

বার্তা পরিবেশক;;
টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী এলাকার এক সাবেক মেম্বারের পৈত্রিক সূত্রে ভোগ দখলীয় জমি বেদখলে মরিয়া হয়ে উঠেছে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা। তাদের হুমকি ধমকিতে অসহায় হয়ে পড়েছে এলাকার সহজ সরল ব্যক্তি সাবেক মেম্বার আব্দু শুক্কুর। এব্যাপারে তিনি টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করেছেন। জানা যায়, রংগীখালী কোনারপাড়ার (উত্তরকুল) দেলোয়ার হোছাইন (প্রকাশ বাইট্টায়া) ও তার ভাই ইসমাঈল (প্রকাশ ধইল্যা) উক্ত মেম্বারের পৈত্রিক ভোগ দখলীয় জমি চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর এক সিন্ডিকেট দখলে নিতে মরিয়া হয়ে উঠে। এর ধারাবাহিকতায় আব্দু শুক্কুর মেম্বারকে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, কোনারপাড়ার দেলোয়ার ও ইসমাঈল সিন্ডিকেট লোভের বশীভূত হয়ে বেদখল করার জন্য সাবেক মেম্বারের অসুস্থতার সুযোগ নিয়ে জোরপূর্বক তার পৈত্রিক জমিতে ধান চাষ করে। পরে তাদেরকে ধান চাষে বাধা দেয়া হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আব্দু শুক্কুরের মামলা দায়েরকেও পরোয়া না করে বিভিন্নভাবে হুমকি ধমকি অব্যাহত রাখছে তারা। উল্লেখ্য, চিহ্নিত ইয়াবা গডফাদারগণের রয়েছে দেশী-বিদেশী নানা রকমের অস্ত্রশস্ত্র এবং যা নিয়ে প্রতিনিয়ত খুন, রাহাজানি, ছিনতাইয়ের ঘটনা করে আসছে তারা। স্থানীয় নিরীহ জনগণ হত্যার ভয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। স্থানীয় সুত্রে জানা যায়, দুই সহোদর ইয়াবা ব্যবসা করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন ধরণের তোয়াক্কা করছেনা। এব্যাপারে সাবেক মেম্বার আব্দু শুক্কুর মেম্বার চলমান মাদক বিরোধী অভিযানে র‌্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...