প্রকাশিত: ২৩/১১/২০১৬ ৮:৫৮ পিএম
এস এ রোহান

রাবি প্রতিনিধি:

হাতিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়, বিপুলভাবে মিডিয়া কভারেজ পায় সে হাতির ইস্যুটি, আরও কত কি। আর প্যারিস হামলার মত কোন unnamed-3-2ঘটনা সংঘটিত হলে সারা বিশ্ব তখন সরব হয়ে ওঠে। মনে হচ্ছে সবাই যেন প্রতিবাদ করার পাল্লায় নেমে পড়েছে। তবে প্রায় ৪ বছর ধরে মায়ানমারে শত শত রোহিঙ্গাদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করে মারা হচ্ছে নারীদের, প্রাণের ভয়ে দেশ থেকে পালিয়ে অধিকাংশ এখন সাগরে ভাসছে। অথচ তাদের ব্যাপারে কার্যকরি কোন পদক্ষেপ নিচ্ছে না কেউই। বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা এসব মন্তব্য করেন ।

তারা বলেন, প্রাণের ভয়ে রোহিঙ্গারা আজ দেশ থেকে পালিয়ে রাতের অন্ধকারে আমাদের দেশে আসছে একটু আশ্রয়ের জন্য। কিন্তু তাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাচ্ছেনা সরকার। মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি আপনি মমতাময়ী সরকার। আপনি জানেন প্রিয়জন হারানোর কি যন্ত্রণা। এসময় তাদেরকে একটু আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিতে আহ্বান জানান তারা।

একইসাথে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল হক পিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের মাহমুদুল হাসান, ইতিহাস বিভাগের নাঈম রেজা, সমাজকর্মের মো. মাহফুজ, মার্কেটিং বিভাগের তায়েব প্রমুখ।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...