প্রকাশিত: ০৭/০১/২০১৮ ৬:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২২ এএম

স্পোর্টস ডেস্ক::
ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু রবিবার এ কথা জানিয়েছেন।

দুই ম্যাচের জন্য ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুমিনুল হক ও পেসার তাসকিন আহমেদ।

অন্যদিক গত প্রিমিয়ার লিগ আর প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে দারুণ নৈপুণ্য প্রদর্শন করা এনামুল হক বিজয় দলে ফিরেছেন। তার সঙ্গে ফিরেছেন পেসার আবুল হাসান ও উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল হকও।

চোটের কারণে পরে ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন শফিউল ইসলাম। মু্স্তাফিজ ফিরেছেন ফিট হয়ে। তাই নেই শফিউলও।

শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। এই সিরিজের মধ্য দিয়ে শ্রীলংকার কোচ হিসেবে অভিষেক হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের।

১৬ সদস্যের দল

তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দীন, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

পাঠকের মতামত