প্রকাশিত: ৩০/১০/২০২০ ৯:৪৯ এএম

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্নীতির মাধ্যমে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা লোপাট করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, তদন্ত কমিটি প্রাথমিকভাবে উত্তম কুমার বড়ুয়ার দুর্নীতির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। চিঠিতে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে অপারেশন থিয়েটারের আটটি লাইট, দুটি কবলেশন মেশিন ও ভেন্টিলেটরসহ দুটি অ্যানেস্থেশিয়া মেশিন ক্রয়ে এই দুর্নীতি হয়েছে।

অসদুপায় অবলম্বন ও দুর্নীতির জন্য ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে যেহেতু অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে… আপনাকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী আপনি দুর্নীতিতে অভিযুক্ত।’

এ ব্যাপারে উত্তম কুমার বড়ুয়া ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে চান কি না তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...