প্রকাশিত: ১৩/১১/২০১৮ ৮:৫১ পিএম

রোহিঙ্গা সংকটে মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচির ভূমিকার সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, সুচি অযৌক্তিক বিষয়কে সমর্থন দেয়ার চেষ্টা করছেন। আজ সিঙ্গাপুরে তিনি এ কথা বলেন। সেখানে একটি সম্মেলনে বক্তৃতা দেন মাহাথির। এর সাইডলাইনে সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ও অং সান সুচির ভূমিকা নিয়ে জিজ্ঞাসা করেন। জবাবে মাহাথির বলেন, মনে হচ্ছে অং সান সুচি অযৌক্তিক একটি বিষয়কে সমর্থন দেয়ার চেষ্টা করছেন। আসলে তারা মানুষের (রোহিঙ্গাদের) ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের হত্যা করেছে, গণহত্যা।

উল্লেখ্য, গত আগস্টে জাতিসংঘ একটি রিপোর্টে দাবি করেছে, রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যার অভিপ্রায়ে অভিযান চালিয়েছে। তবে মিয়ানমার জাতিসংঘের এর রিপোর্ট প্রত্যাখান করেছে। আর অং সান সুচি বলেছেন, তার বেসামরিক সরকার রোহিঙ্গা সংকটের সব দায়ভার বহন করবে না। কেননা সংবিধান অনুসারে সেনাবাহিনী এখনো একটি শক্তিশালী রাজনৈতিক ভূমিকায় রয়েছে।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...