প্রকাশিত: ০৬/০৯/২০১৬ ২:১৮ পিএম , আপডেট: ০৬/০৯/২০১৬ ৩:০২ পিএম

Farhaduzzamজসিম উদ্দিন টিপু, টেকনাফ::
সীমান্ত উপজেলা টেকনাফে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে সদা বিরামহীন যিনি কাজ করে যাচ্ছেন তিনি ক্রীড়া জগতের প্রিয় ব্যাক্তিত্ব, মুক্তিযোদ্ধা পিতার গর্বিত সন্তান মোঃ ফরহাদুজ্জামান(বি.কম)। দীর্ঘ খেলোয়াড় জীবন শেষ করে পিছিয়ে পড়া ক্রীড়াকে জাগিয়ে তুলতে এক দশক ধরে রাতদিন তিনি শ্রম দিয়েই যাচ্ছেন। ক্রীড়াকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়িত উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে ছুটে যাচ্ছেন। এলাকা ভিত্তিক আয়োজিত ছোট-বড় সব টুর্ণামেন্টে গুরুত্ব সহকারে উপস্থিত থেকে সমন্বয় করছেন বলেই দিন দিন উন্নতির পথে টেকনাফের ক্রীড়াঙ্গন। গ্রামাঞ্চলের ক্ষুদে খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের সবাই এক নামে “ফরহাদ ভাই” বলে ডাকে। অল্প সময়ে তিনি সহজে মানুষের মন জয় করে নিতে পারেন। শিক্ষকতা এবং ব্যবসার পাশাপাশি সমানতালে নিয়মিত ক্রীড়াঙ্গনকে সময় দিয়ে যাচ্ছেন ফরহাদুজ্জামন। তিনি একেধারে সীমান্তের একজন প্রসিদ্ধ আমাদানী-রপ্তানীকারক, সুনামধন্য কেজি স্কুল “ইকরা কিন্ডার গার্ডেন”র প্রতিষ্টাতা অধ্যক্ষ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ, জেলা রেফারীজ কার্য নির্বাহী কমিটির সদস্য, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতা এবং সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। “নিরপেক্ষতা-দক্ষতা-লাজুকতা” সহ বহু গুণের অধিকারী সীমান্তের ক্রীড়াঙ্গনের এই অনুঘটকের সুনাম এবং সুখ্যাতি রয়েছে জেলা জুড়ে। তাঁর নেতৃত্বে টেকনাফের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে অনেকদূরে।

পাঠকের মতামত