প্রকাশিত: ২২/০৪/২০১৭ ৬:৫০ এএম

বিনোদন ডেস্ক::
রাবিনার ‘মাতর’ নিয়ে এখন গুঞ্জনের তোলপাড়। কাঠগড়ায় আবার সেন্সর বোর্ড৷ শোনা গিয়েছিল, রাবিনার সাম্প্রতিক ছবির ধর্ষণ দৃশ্য নিয়ে নাকি আপত্তি তুলেছে সিবিএফসি৷ দৃশ্যটিতে নাকি এতটাই নৃশংস সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে৷ এমনটাই যুক্তি দিয়েছে সেন্সর বোর্ড৷ শোনা এই কথাই নায়িকার সামনে সম্প্রতি তুলেছিলেন সাংবাদিকরা৷ যার পরিপ্রেক্ষিতে রাবিনা বলেন, এই ছবি নিয়ে নারীদের কোনও আপত্তি নেই৷ যা শুনেছি তা নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি৷ এদের মধ্যে অনেক নারীও রয়েছেন যাঁদের এই সিনেমা নিয়ে কোনও আপত্তি নেই৷

‘মাতর’ তাঁর কাছে কতটা স্পেশাল ফিল্ম সেই কথাও জানাতে ভোলেননি রাবিনা ট্যান্ডন৷ তাঁর মতে, সেন্সর বোর্ডের কর্মকর্তারাও মনে করেন এই সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ছবি৷ যা একটা শক্তিশালী বার্তা দিতে চলেছে৷ তবে তাঁদেরও হাত বাঁধা রয়েছে বলে ইঙ্গিত দিলেন অভিনেত্রী৷

গত শনিবার সেন্সর বোর্ডের জন্য ছবির স্পেশাল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। ছবি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই নাকি সেন্সর বোর্ডের টিমটি কার্যত উঠে চলে যায়। বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাদের ছবিটি নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছিল। অবশ্য যাবতীয় রটনার সত্যতা অস্বীকার করেছেন সিবিএফসি’র সিইও অনুরাগ শ্রীবাস্তব৷ তিনি বলেন, বিষয়টি এখনও বোর্ড সদস্যদের তদারকির মধ্যে রয়েছে৷ এই বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়৷ আগামী শুক্রবারই মুক্তি পাওয়ার কথা পরিচালক আশতার সইদের এই ছবি৷ অবশ্য যদি সেন্সরবোর্ডের অনুমতি পাওয়া যায়৷

পাঠকের মতামত