প্রকাশিত: ১০/০৮/২০২০ ৯:৫৪ পিএম

সিনহা নামে কাউকে আমি চিনি না। নয়-দশদিন পরে যে কথাটি আসছে, তাকে (সিনহা) আমার বাগান বাড়িতে নিয়ে গেছি, এটি একটি মিথ্যা ও বানোয়াট কথা।

এমনকী টেকনাফের নোয়াখালী পাড়ায় আমার কোনো বাগানবাড়িও নেই। আপনারা এটি খোঁজ নিয়ে দেখেন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিনেতা ইলিয়াছ কোবরা এ দাবি করেন।

তিনি বলেন, বলা হয়েছে আমি ওসি প্রদীপ সাহেবের মোবাইলে অনেকগুলো এসএমএস দিয়েছি। এটাও ভুয়া কথা। আমি মানহানি ও অপপ্রচারের অভিযোগে একটি জাতীয় পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

এসময় ইলিয়াছ কোবরা আশঙ্কা প্রকাশ করেন, তার এলাকার একটি মসজিদ সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।

গত ৩১ জুলাই ইলিয়াছ কোবরা তার বাগানবাড়ি ঘুরিয়ে দেখানোর জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় রেখে দিয়েছিলেন বলে গণমাধ্যমে খবর আসে। ওইদিনই হত্যার শিকার হন সিনহা। সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...