প্রকাশিত: ২১/০৪/২০১৯ ৭:৩১ পিএম

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হতে পারে।

বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে রোববার (২১ এপ্রিল) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক মো. সোহেল রানা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পবিত্র শবে বরাত ও ইস্টার সানডে উপলক্ষে আগে থেকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর নতুন করে এবার এ নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ রাজধানীর বাইরে তিনটি গির্জায় একযোগে বোমা বিস্ফোরণ হয়। ইস্টার সানডের প্রার্থনার সময় কলম্বোর সেন্ট আন্থোনি’স চার্চ, পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চ ও ব্যাটিকাকোলার জিওন চার্চে শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ৩৫ বিদেশিসহ ১৫৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...