প্রকাশিত: ১৭/০৭/২০১৮ ৪:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। রোহিঙ্গা উদ্বাস্তু যারা এসেছেন, তাদের পুনর্বাসন কীভাবে করা যায়; সে বিষয়ে ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালও রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে সফরে আসা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে ভারত আমাদের পাশে থাকবে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সমস্যা, রোহিঙ্গা বিষয়ে আমরা যে উদারতা দেখিয়েছি এটা সারা বিশ্ব জানে। রোহিঙ্গা উদ্বাস্তু যারা এসেছেন, তাদের পুনর্বাসন কীভাবে করা যায় সে বিষয়ে ভারত সহযোগিতা করবে বলে জানিয়েছে।

এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফেরতের জন্য যা যা প্রয়োজন সব করা হচ্ছে।

বঙ্গবন্ধুর খুনীদের কবে দেশে আনা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমাদের আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় এ বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর পলাতক ঘাতকদের ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। খুনীরা যেসব দেশে রয়েছেন ওইসব দেশের আইন ব্যবস্থার সঙ্গে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারের সর্বশেষ খবরটি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বর্তমানে বিচারিক আদালতের মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্ত করছে র‌্যাব। আমার বিশ্বাস তারা যে কোন সময়ই এ আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবে।

ডিআইজি মিজানের অপকর্মের বিচারের তদন্ত কতোদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আইন সবার জন্যই সমান, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। তদন্ত যাতে নির্ভূল হয় সেটাও দেখা হচ্ছে।

‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের নিহত কাউন্সিলর একরামুলের যে কথোপকথন প্রকাশ হয়েছে সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেটা আমাদের তদন্তে আছে। আমি যতটুকু জানি আপনারাও ততটুকু জানেন। তদন্ত হচ্ছে, যেই এটার সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এইটুকু, যে অন্যায় করবে তার বিচার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো গুম হচ্ছে না। যেগুলোকে আপনারা গুম বলছেন, সেগুলো আসলে গুম না। আমরা কিন্তু তাদের ধরে সামনে আনছি। আর বিচারবহির্ভূত কোনো হত্যা আমরা করি না।

নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: নিশ্চিত থাকুন ওয়ারেন্ট ছাড়া নির্বাচনের আগে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বা হবে না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের নামে আগের ওয়ারেন্ট ছিল বিধায় গ্রেপ্তার হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন: খালেদা জিয়া নতুন করে কোনো রোগে আক্রান্ত হননি, পুরাতন রোগ যেগুলো ছিল ওই রোগ দ্বারাই তিনি আক্রান্ত। প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে কারাগারে গিয়ে চিকিৎসা দিচ্ছে। প্রয়োজন হলে জেল কোড অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বাংলাদেশে একীভূত করার প্রস্তাব ঢাকার প্রত্যাখ্যান

বাংলাদেশে রোহিঙ্গাদের স্থায়ীভাবে বসবাসে সব ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। একইসাথে ...