প্রকাশিত: ১৪/১১/২০১৬ ২:৩৬ পিএম

downloadশাহাদাত হোসেন রাকিব::

এলেক্সা র‍্যাংক অনুযায়ী দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বিতীয়স্থানে থাকার পর প্রথমবারের মত শীর্ষস্থান দখল করে নিয়েছে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম। সোমবার (১৪ নভেম্বর) সকালে র‍্যাংকিংয়ে প্রথমে থাকা দেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক পত্রিকা বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কমকে পেছনে ফেলে পোর্টালটি।

এর আগে চলতি বছরের ২৩ শে এপ্রিল র‍্যাংকিংয়ে ১৩ তে এসে সে সময় দ্বিতীয়স্থানে থাকা বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমকে পেছনে ফেলে প্রথমবারের মত দ্বিতীয়স্থান দখল করে নেয় বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম। দ্বিতীয়স্থানে আসার পুর্বে দীর্ঘ দিন ধরে তৃতীয়স্থানে থাকে পোর্টালটি।

বর্তমানে এলেক্সা র‍্যাংক এ বাংলাদেশী শীর্ষ ওয়েবসাইটগুলোর মধ্যে দশমস্থানে অবস্থান করছে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম। যা অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে প্রথমস্থান। র‍্যাংকিংয়ে ১১ তে রয়েছে বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম। এরপর যথাক্রমে ১৮ তে বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম, ২৫ এ জাগো নিউজ টুয়েন্টিফোর ডট কম এবং ৩১ এ অবস্থান করছে বাংলা ট্রিবিউন ডট কম।

অনলাইন নিউজ পোর্টাল ছাড়াও দেশের সব ধরণের গণমাধ্যমের অনলাইন ভার্সনের মধ্যে তৃতীয়স্থানে অবস্থান করছে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম। এদিক দিয়ে প্রথম আলো অবস্থান করছে র‍্যাংকিংযের ৫ এ। যা দেশের সব ধরণের গণমাধ্যমের অনলাইন ভার্সনের মধ্যে প্রথম। এরপরেই ৭ এ রয়েছে কালের কণ্ঠ।

২০১১ সালের ১৪ ই মে প্রতিষ্ঠার পর থেকেই পাঠকদের চাহিদা মাথায় রেখে সব ধরণের সংবাদ প্রকাশ করে আসছে পোর্টালটি। সংসদ, সচিবালয়, নির্বাচন কমিশন, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপুর্ণ বিটেই রয়েছে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমের একঝাক তরুণ প্রতিনিধি। প্রতিষ্ঠার পর থেকেই পাঠকদের ভালবাসায় বারবার সিক্ত হয়েছে শীর্ষস্থান দখল করে নেয়া বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম।

ফেসবুকেও পোর্টালটির জয়জয়কার। বর্তমানে পোর্টালটির ফেসবুক ফ্যানপেজে লাইক রয়েছে ৫২ লক্ষাধিক। লাইকের দিক দিয়ে দেশের স্বীকৃত অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজ হিসেবে যা দ্বিতীয়স্থানে অবস্থান করছে। এছাড়া পোর্টালটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ইউসি ব্রাউজারের বাংলাদেশের অনলাইন মিডিয়া পার্টনার।

প্রথমস্থান দখল করায় বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, এই গর্বিত অবস্থান পাঠকদের ভালবাসার কারণেই অর্জিত হয়েছে। পাঠকরা আমাদের সাথে না থাকলে আমরা এই অবস্থানে কখনই আসতে পারতাম না। তাই পাঠকদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করব না, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করে এসেছি। কখনই কোন বিশেষ মত বা পক্ষে নেয়নি পোর্টালটি।। সব সময় পাঠককে সত্য ও সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি। আর পাঠকদের চাওয়া-পাওয়াকে প্রাধন্য দিয়েছি। তাই আজ এ পর্যায়ে পৌছেঁছে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম। এর সবটাই পাঠকের ভালবাসায় সম্ভব হয়েছে।

কোন রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এই নিউজ পোর্টালটির জন্ম হয়নি। ‘২৪ ঘণ্টা বাংলার সাথে’ এ স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম। এই এগিয়ে যাওয়ার অবধান বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমের অগণিত পাঠকের। বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম বিশ্বাস করে, ভবিষ্যতেও পাঠকরা পোর্টালটির সঙ্গেই থাকবেন।

অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে প্রথমবারের মত শীর্ষস্থানে আসায় পাঠক, সংবাদদাতা, সকল কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমের শুভেচ্ছা।

পাঠকের মতামত

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...