প্রকাশিত: ১২/০৮/২০১৮ ১২:৫৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩০ পিএম

বার্তা পরিবেশক::
টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর একটি জনবহুল গ্রাম। ২০১৭ সালের আগস্ট মাসে মায়ানমারের জাতিগত সহিংসতার ফলে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় বিভিন্ন পথে প্রায় ১০লক্ষাধিক রোহিঙ্গা নারী-পুরুষ অনুপ্রবেশ করে। এরই ধারবাহিকতায় সড়ক ও নৌ-পথে শামলাপুরে প্রায় ৪,০০০পরিবারে ২০হাজার নারী-পুরুষ বর্তমানে বসবাস করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের প্রতি মানবিক দিক বিবেচনা করার ঘোষনা দিলে স্থানীয় জনসাধারণ নিজেদের বসতভিটায় ক্ষেতখামারের জমি ও চাষাবাদের জমি খালি করে তাদেরকে বসবাসের সুযোগ করে দেয়। এমনকি স্থানীয় শত শত পরিবার রোহিঙ্গাদের দুঃখ দূর্দশা দেখে নিজেদের থাকার বাড়িটিও তাদের জন্য উন্মোক্ত করে দেয়। ফলে দুঃখজনক হলেও সত্য যে, শামলাপুর গ্রামে রোহিঙ্গাদের আশ্রিত করার কারণে স্থানীয় জনগোষ্ঠির দীর্ঘবছরের ক্ষেত-খামারের জমি ও চাষাবাদের জমি রোহিঙ্গাদের দখলে চলে গেছে। যার ফলে উৎপাদনমুখী কোন সম্পদ উৎপাদন করতে পারছেনা স্থানীয় জনগোষ্ঠী। এরই কারণে স্থানীয় বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য উর্ধ্বগতি হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। রোহিঙ্গাদের পর্যাপ্ত ত্রাণ বিতরণের ফলে শত শত মুদির দোকান ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে ঘরমুখো হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের কারণে স্থানীয় শ্রমবাজার বিপর্যয়ের মুখে। বর্তমানে শামলাপুরকে সরকার ২৩ নাম্বার অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ঘোষনা করায় এখানে দেশী-বিদেশী দাতা সংস্থা যেমন ( ওঘএঙ- ওঙগ, ডঋচ, অঈঋ, টঘঋচঅ, গঙঅঝ, ঝঙখওউঅজওঞণঝ ওঘঞঊজঘঅঞওঙঘঅখ, টঘওঈঊঋ, গওঝঝঙঘ ইঅঘএখঅউঊঝঐ, ওঈউউজই, ইজঅঈ. ঘএঙ- ঈঙউঊঈ, ঝঐঊউ, চটখঝঊ ইউ, গটকঞও, ঝঐটঝওখঙঘ, ইএঝ, এটক, ইওঞঅ, ণচঝঐঅ, উএ ঐঊঅখঞঐ, ) আরো অনেক এনজিও সমূহ বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছে। সরকারীভাবে স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরীতে অগ্রাধিকার দেওয়ার ঘোষনা থাকলেও সরেজমিনে জরীপ করে দেখা যায় যে, প্রত্যেকটা সংস্থায় মোট জনবলের শতকরা ৯৫ জনকে বহিরাগতদের চাকরীতে সুযোগ দিয়ে স্থানীয়দের বি ত করা হচ্ছে। শামলাপুরে কর্মরত এনজিও গুলোতে কর্মরতরা বেশিরভাগই বহিরাগত। অথচ টহংশরষষবফ পদে সহজেই স্থানীয় শিক্ষিত ছেলে-মেয়েদের নিয়োগ দেওয়া যায়। বেকারত্বের কারণে অনেক স্থানীয় যুবক-যুবতীরা মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ঝুঁকে পড়ছে। এহেন অবস্থায় বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বাহারছড়া ইউনিয়ন পরিষদের দৃষ্টিগোচর হলে গত ১০-০৮-২০১৮ ইং তারিখ দুপুর ২ঘটিকার সময় বাহারছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাহারছড়া ইউনিয়নের বিশিষ্ঠ সমাজ সেবক শহীদুল্লাহ শহীদ, বাহারছড়া ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইউনুছ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল ইসলাম আয়াজ, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোনালী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হাফেজ আহমদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ুন কাদের সহ ৭নং, ৮নং, ৯নং এর সংশ্লিষ্ঠ মহিলা এমইউপি সদস্য, শিক্ষক সমাজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সু-শীল সমাজ ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় চেয়ারম্যান তার বক্তব্যে বলেন; রোহিঙ্গা সমাস্যাটি ক্ষুদ্র বাংদেশের জন্য একটি বড় সমস্যা। অন্যান্য এলাকার মত এটি শামলাপুরেও ছড়িয়ে পড়ায় স্থানীয়রা যথেষ্ঠ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বর্তমানে শামলাপুরে রোহিঙ্গাদের সাহায্যার্থে প্রায় ৩৫টি এন,জি,ও, আই,এন,জিও কাজে কর্মরত। এ সমস্ত এনজিও এবং আইএনজিও এর বিভিন্ন পদে সরকারের ঘোষনা অনুযায়ী স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরীতে সুযোগ দানে সংশ্লিষ্ঠ দপ্তরের প্রতি জোর সুপারিশ রহিল, অন্যথায় বিষয়টি সুষ্ঠু অবগতির জন্য কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়, মাননীয় সাংসদ মহোদয়-কক্সবাজার-০৪, আর,আর,আর,সি মহোদয়, ইউ,এন,ও মহোদয়-টেকনাফ, উপজেলা চেয়ারম্যান মহোদয়-টেকনাফ, সি,আই,সি মহোদয় -২৩ নং অস্থায়ী ক্যাম্প বরাবর স্মারকলিপি প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তাহীনতা

মিয়ানমারের সাড়ে সাত লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী পালিয়ে আশ্রয় নেওয়ার কারণে নিম্ন-মধ্যম আয়ের দেশ বাংলাদেশের কক্সবাজার ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, দায় নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ

কক্সবাজার শহরের বেসরকারি ইউনিয়ন হাসপাতালে ভুল চিকিৎসায় আফসানা হোসেন শীলা নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে ...

কক্সবাজারের রেলপথ অনিরাপদ

প্রায় পৌনে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেললাইনে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে। ...

বগি লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের (ঈদ স্পেশাল) ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ...