প্রকাশিত: ০৫/০৬/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৯ এএম

ডেস্ক রিপোর্ট::
পবিত্র শবে কদরের ছুটি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন পুনর্নির্ধারণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের নির্বাহী আদেশে এই ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে মঙ্গলবার আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রমজান মাস শুরু ধরে ১২ জুন শবে কদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে কদরের পরের দিন সরকারি ছুটি থাকে।

কিন্তু এবার শাবান মাস ৩০ দিনে শেষ হয় এবং রমজান মাস শুরু হয় গত ১৮ মে। সেই হিসেবে এবার শবে কদরের রাত হবে ১২ জুন। এজন্য শবে কদরের ছুটি পুনর্নির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।

ইসলাম ধর্ম মতে, হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। মুসলমানরা ইবাদত-বন্দেগীর মাধ্যমে এই রাত পার করে থাকেন।

এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে আগামী ১৫, ১৬, ১৭ জুন ঈদুল ফিতরের ছুটি থাকবে। অন্যদিকে রজমান মাসের ৩০ দিন পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ১৮ জুনও ঈদের ছুটি থাকবে।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...