প্রকাশিত: ২১/০৪/২০১৮ ৬:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৪ এএম

নিজস্ব প্রতিবেদক : লন্ডন ঘোষনার মধ্য দিয়ে শেষ হলো ৫৩ জাতির আর্ন্তজাতিক সহযোগী সংস্থা কমনওয়েলথের ২৫তম সম্মেলন। কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের শেষ দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। টানা ৬৫ বছর স্বাধীন জাতিসমূহের এই আন্তর্জাতিক জোটের প্রধান থাকার পর স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ার রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রস্তাবের ভিত্তিতেই কমনওয়েলথ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা সর্বসম্মতিক্রমে প্রিন্স চার্লসকে কমনওয়েলথ প্রধান হিসেবে মনোনিত করেন।

এদিকে, ৫৪ দফার লন্ডন ঘোষণায় কমনওয়েলথ রাষ্ট্র ও সরকার প্রধানরা রোহিঙ্গাদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করা ও পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। ঘোষণায় বলা হয় স্বাধীন তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে গণহারে মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। সংকটের মূল কারণ খুঁজতে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেরও তাগিদ দেয়া হয় ঘোষণায়। পাশাপাশি প্রায় দশ লাখ মানুষকে আশ্রয় দেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণের প্রশংসা করেন কমনওয়েলথ নেতারা।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...