প্রকাশিত: ২১/০৩/২০১৮ ৯:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ এএম

শ.ম.গফুর,উখিয়া::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত, উখিয়ার বালুখালী টিভি রিলে উপকেন্দ্র সংলগ্ন বাংলাদেশ ছাত্রলীগের স্থাপিত মনিটরিংসেল ও মেডিকেল ক্যাম্প থেকে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের মাঝে চিকিৎসা সেবার ৬ মাস পার হয়েছে। ছাত্রলীগের কক্সবাজার মেডিকেলের ডাক্তার, পার্শবর্তী রেডক্রিসেন্ট হাসপাতাল আল হারামাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ও ফ্রেন্ডশীপ হাসপাতালের চিকিৎসকদের পাঠানো প্রেসক্রিপশন মতে নারী,পুরুষ,শিশু মিলে ৮৩,৭,৮০ জন রোগীদের স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণের পাশাপাশি বিশুদ্ধ পানি পুষ্টিজাতীয় খাবার, বার্মিজ ভাষার শিক্ষা উপকরণ, ও ত্রাণের কাপড় বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের পরিচালক ইব্রাহিম আজাদ জানান।

পাঠকের মতামত

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোল

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল ...