প্রকাশিত: ২২/০৮/২০১৯ ১০:২৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
তিনশো রোহিঙ্গাকে ফেরত পাঠাতে টেকনাফে প্রস্তুত রাখা হয়েছে পাঁচটি বাস ও তিনটি ট্রাক। বাহনগুলো টেকনাফের ক্যাম্প ২৬ এ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন শরণার্থী ও ত্রাণ কমিশনার আবুল কালাম আজাদ।

তিনি জানান যারা স্বেচ্ছায় মিয়ানমার যেতে চান শুধুমাত্র তাদেরকেই মিয়ানমারে ফেরৎ পাঠানো হবে। প্রত্যাবাসনের সময় চীন এবং মিয়ানমারের পর্যবেক্ষকরাও উপস্থিত থাকবে বলে জানান আবুল কালাম আজাদ। প্রত্যাবাসনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার, টেকনাফের কেরণতলী থেকে উখিয়া হয়ে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম এলাকা পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। তিনশো রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রস্তুতি থাকলেও প্রকৃতপক্ষে প্রথম দিন কতজন রোহিঙ্গা প্রত্যাবাসন হবে সেই বিষয়ে স্পষ্ট বলতে পারেনি কেউ।

এদিকে মিয়ানমারে এখনও প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি হয়নি দাবি করে বেলা বারোটায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গাদের একটি দল।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...