প্রকাশিত: ১৭/০৭/২০১৯ ১০:৪৫ এএম

রাখাইনে বিচারবহির্ভুত হত্যা ও রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইং-সহ উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন ওইসব কর্মকর্তার পরিবারের সদস্যরাও।

মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মিয়ানমার সেনাপ্রধানের নির্দেশে রোহিঙ্গা হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সেনাসদস্যদের মুক্তির বিষয়ে সম্প্রতি উদ্বেগ জানান পম্পেও। পম্পেও বলেন, এই ধরনের ঘটনা এটাই প্রমাণ করে যে, রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের পাশাপাশি রাখাইনে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সেদেশের সেনাবাহিনী।

এমনকি খোদ সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি মানবাধিকার লঙ্ঘন করার তথ্য রয়েছে বলেও জানানো হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

পাঠকের মতামত