প্রকাশিত: ২১/০৯/২০১৮ ১০:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় কোনো অগ্রগতি না হলে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা সব ধরনের উপায় অবলম্বন করব।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে সরাসরি একথা জানিয়ে আরো বলেন, রোহিঙ্গা সংকটে বিশ্ব নিশ্চুপ হয়ে বসে থাকবে না। এটা মিয়ানমারের জানা উচিত।

মিয়ানমার জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে আইসিসি’র বিচারের এখতিয়ারকে অস্বীকার করেছে। তারা রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় স্বাধীন কমিশন গঠন করেছে।

গতকাল বৃহস্পতিবার নেপিদো’তে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তারা ১৫ মিনিট একান্তে বৈঠক করেন। এর আগে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে রাখাইন পরিদর্শনে যান ব্রিটিশ মন্ত্রী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বুধবার মিয়ানমার পৌঁছান।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, রয়টার্সের দুই সাংবাদিকের সাজার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জেরেমি হান্ট। এ সময় সু চি বিষয়টি দেখবেন বলে জানান।

এদিকে এক টুইট বার্তায় জেরেমি হান্ট বলেছেন, রোহিঙ্গাদের নিপীড়নের অপরাধে দোষীদের নিজ দেশে বিচার না হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সমর্থন দরকার। তাদের কাছ থেকে এই পদক্ষেপ না আসলে অন্য উপায়গুলো আমাদের খতিয়ে দেখতে হবে।

অন্যদিকে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করায় মিয়ানমারের শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন তুরস্কের একজন আইনজীবী। আইনজীবী হাসান বজদাস মিয়ানমারের উচ্চ পদস্থ ২২ কর্মকর্তার বিরুদ্ধে আঙ্কারা চিফ পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেন।

সূত্র : বার্তা সংস্থা এএফপি

পাঠকের মতামত

ফেসবুকে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোয় সেনাবাহিনীর হাত ছিল

২০১৭ সালে মুসলিম সংখ্যালঘুদের ওপর সহিংসতার আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর জন্য যে কয়েক ...

আশ্রয় নেওয়া বিজিপিদের বিনিময়ে বাংলাদেশি বন্দি মুক্তি দেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্যদের ফেরানোর বদলে দেশটির জান্তা সরকারের কারাগারে থাকা ...

মিয়ানমারের পরবর্তী নির্বাচন দেশব্যাপী নাও হতে পারে: জান্তা প্রধান

মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরলে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীন জান্তা সরকারের। তবে সে নির্বাচন ...

এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজস্ব ...