প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ৫:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৯ এএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রামে ল্যাপটপ ব্যাগের ভেতরে করে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আফতার মিয়া ওরফে আরিফ (৫৯) ও মো. আল আমীন (৩২) এবং খুলনার ডুমুরিয়ার নীহার রঞ্জন মল্লিক (৩৫)। তাদের কাছ থেকে পাওয়া গেছে সাড়ে পাঁচ হাজার ইয়াবা।
পুলিশ বলছে, ওই তিনজন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের এক এনজিওকর্মীর কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে খুলনা ও গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চট্টগ্রাম শহরের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ওই তিনজনকে পুলিশ আটক করে।

“তাদের মধ্যে আল আমীন ও নীহারের পকেট থেকে ৮০০ ও ৬০০ ইয়াবা পাওয়া যায়। পরে আফতাবের সঙ্গে থাকা ল্যাপটপ ব্যাগ তল্লাশি করে দেখা যায় ব্যাগের প্রটেক্টরের দুই পাশে কৌশলে ইয়াবা সাজিয়ে রাখা।”
প্রায় দুই ঘণ্টা তল্লাশি করে প্রটেক্টরের দুই পাশ থেকে চার হাজার ইয়াবা বের করা হয় বলে গোয়েন্দা কর্মকর্তা মইনুল জানান।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন বলেছে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক এনজিওকর্মীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তারা নিজেদের এলাকায় নিয়ে যাচ্ছিল। তারা আগেও এভাবে ইয়াবা পাচার করেছে।”
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...