প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৯ পিএম

ঢাকা: শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যা করা হচ্ছে। তারা (রোহিঙ্গা) ভালো মানুষ। তারা শান্তিপ্রিয়। খ্রিস্টান না হলেও তারা আমাদের ভাই বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পোপ। সেইসঙ্গে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় নিন্দাও জানিয়ে তিনি বলেন যুগ যুগ ধরে তারা নিপীড়নের শিকার হয়ে আসছে।

গত ২৫ আগস্ট রোহিঙ্গা জঙ্গিদের পুলিশ পোস্টে হামলার পরে জনগোষ্ঠীর উপর এই নিপীড়ন নেমে আসে। জঙ্গি হামলার পরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে ‘জঙ্গি’ দমনে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে মায়ানমারের সেনাবাহিনী। আর এর ফলে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে বাংলাদেশ সীমান্তে।

পাঠকের মতামত