প্রকাশিত: ০৮/০১/২০১৯ ৭:২৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::সস
ইউএনএইচসিআর, এমএসএফ, অক্সফাম ও ব্র্যাক যৌথভাবে ওই পাঁচটি নতুন পানি নেটওয়ার্ক স্থাপনের কাজ সম্পন্ন করেছে।

কক্সবাজারে ঘনবসতিপূর্ণ আশ্রয়কেন্দ্রে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপদ ও পরিষ্কার পানি সরবরাহের জন্য নতুন প্রযুক্তি গ্রহণ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর ও এর সহযোগী সংস্থাসমূহ।

আজ শুক্রবার ইউএনএইচসিআর জানায়, গত ছয় মাসে কুতুপালং-বালুখালী শরণার্থী শিবিরে ইউএনএইচসিআর এর অর্থায়নে ও সম্পূর্ণ সৌর শক্তি পরিচালিত মোট পাঁচটি নতুন নিরাপদ পানি নেটওয়ার্ক কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ইউএনএইচসিআর, এমএসএফ, অক্সফাম ও ব্র্যাক যৌথভাবে ওই পাঁচটি নতুন পানি নেটওয়ার্ক স্থাপনের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে সেখান থেকে ৪০ হাজারের বেশি রোহিঙ্গাকে পানি সরবরাহ করা হচ্ছে।

চলতি বছরে কুতুপালং শরণার্থী শিবিরে আরও নয়টি সৌরচালিত পানি নেটওয়ার্ট কেন্দ্র স্থাপন করা হলে প্রায় ৫৫ হাজার রোহিঙ্গা উপকৃত হবে বলে আশা করছে ইউএনএইচসিআর ও এর সহযোগী সংস্থারা। এসব পানি নেটওয়ার্ক কেন্দ্র স্থাপন করতে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

পাঠকের মতামত

টেকনাফ সীমান্তে সর্ববৃহৎ মাদকের চালান লুটপাট শীর্ষক সংবাদে একাংশের ব্যাখ্যা ও প্রতিবাদ

গত ১৯ এপ্রিল টেকনাফ সীমান্তের জনপ্রিয় অনলাইন টেকনাফ টুডে এবং গত ২১এপ্রিল টিটিএন সংবাদমাধ্যমসহ বিভিন্ন ...

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...