প্রকাশিত: ২৯/০২/২০২০ ৯:৩৯ এএম
ফাইল ছবি

রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য টেকসই বসতি স্থাপন এবং দেশ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে ব্যাপকভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভারত ও মিয়ানমার গতকাল ৬টি চুক্তি স্বাক্ষর করেছে।

দিল্লির হায়দরাবাদ হাউসে বৃহস্পতিবার মিয়ানমারের প্রেসিডেন্ট উউইন মিন্ত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে উভয় দেশ ১০টি সমঝোতা স্মারকপত্র সই করে।

এর মধ্যে ৬টি রোহিঙ্গা সমস্যার সঙ্গে যুক্ত। প্রথম চুক্তি : দেশ ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের উদ্ধার করা, ফিরিয়ে আনা ও পুনর্বাসনে সহযোগিতা করা হবে। দ্বিতীয় চুক্তি : পুনর্বাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য ভারত ৩০০ কোটি রুপি দেবে। তৃতীয় চুক্তি : রাখাইনের গাওয়া শহরে পানি সরবরাহ ব্যবস্থা গড়া এবং মারুক হাসপাতাল নির্মাণে সহায়তা। চতুর্থ চুক্তি : রাখাইন রাজ্যের ৫টি শহরে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়া। পঞ্চম চুক্তি : কিয়লিয়ায়ং অহলফু সড়ক নির্মাণ। ষষ্ঠ চুক্তি : রাখাইন রাজ্যে প্রাক-স্কুল বাল্যশিক্ষা চালু করার ব্যবস্থা।

পাঠকের মতামত