প্রকাশিত: ২০/০৭/২০১৭ ৬:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ পিএম

নিউজ ডেস্ক ::
ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রাম নাথ কোভিন্দ। ৬৫ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে তিনি হতে চলেছেন দেশটির ১৪তম রাষ্ট্রপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিরা কুমার পেয়েছেন ৩৪ দশমিক ৩৫ শতাংশ ভোট।
এদিকে, ক্ষমতাসীন এনডিএ প্রার্থী রাম নাথ কোভিন্দের বিজয় নিশ্চিত হওয়ার পর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে অভিনন্দন জানিয়েছেন।
গত ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত ভোটে রামনাথ পেয়েছেন ২৯৩০ ভোট। অন্যদিকে মীরা পেয়েছেন ১৮৪৪ ভোট।
আগামী ২৫ জুলাই দেশটির ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রামনাথ। প্রথা অনুযায়ী শপথের দিন সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে পার্লামেন্ট ভবনে যাবেন তিনি। সেখানে সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর।
কেআর নারায়ণের পর ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হতে চলেছেন ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ। বিহারের কানপুর থেকে উঠে আসা বিজেপির এ দলিত নেতা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রামনাথ ১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন। তিনি পেশায় আইনজীবী। সুপ্রিমকোর্টে প্র্যাকটিস করতেন।

পাঠকের মতামত