প্রকাশিত: ২১/০৫/২০১৮ ৮:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ এএম

খালেদ হোসেন টাপু, রামু:
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল সংখ্যক ইয়াবাসহ চারজনকে আটক করেছে। বুধবার (১৬ মে) দুপুরে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলামের নির্দেশে এসআই চন্দন সিনহা ও সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ কক্সবাজার সড়কের তুলাবাগান এলাকায় একটি মোটর সাইকেল তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোটর সাইকেল চালক আবুল কালাম (৩২) কে আটক করে। সে টেকনাফ পশ্চিম সাতঘরিয়া পাড়া নয়াপাড়া এলাকার আলী মিয়ার ছেলে। এসময় পুলিশ ইয়াবা পাচারে ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করে। এদিকে বুধবার (৯ মে) রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলামের নির্দেশে এসআই চন্দনসহ একদল পুলিশ তুলাবাগান চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৫) কে আটক করে। সে টেকনাফ হোয়াইক্যং পশ্চিমপাড়ার আবদুল খালেকের ছেলে ।

এ ছাড়া রবিবার (৬ মে) রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশ তুলাবাগান নামক স্থানে টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল আলম (২২) কে আটক করা হয়। সে উখিয়া পালংখালি থ্যাংখালি ঘোনার পাড়ার বদি আলমের ছেলে।

শনিবার (৫ মে) রামু থানাধীন তুলাবাগান নামক স্থানে ৪ হাজার পিস ইয়াবাসহ জাহেদ হোসেন (২০) কে আটক করে পুলিশ। সে উখিয়া পাগলীর বিল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে বলে জানা গেছে।

এদিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গত ২০ দিনে পৃথকভাবে এই ৪টি অভিযান পরিচালনা করে ২৫ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...