প্রকাশিত: ০৪/০৮/২০২২ ৭:৫২ এএম

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামুতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহত ট্রাক চালক মো. মনির (৪৫) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার, ৩ আগস্ট সকাল সাড়ে ছয়টায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া জেটিরাস্তা নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালান।
রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার রনি মিত্র জানিয়েছেন- ভোরে ঘটনাস্থলে ট্রাকের চাকা অচল হয়ে যায়। সড়কেই সেটি মেরামতের (চাকা পরিবর্তন) কাজ চলছিলো। সকাল সাড়ে ৬ টার দিকে বিপরীতমুখী রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়ানো ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক মনির আহমদ ঘটনাস্থলে প্রাণ হারান।
আহত হন ট্রাকের সহকারি এবং বাসের ৩ জন যাত্রী। এদের মধ্যে ট্রাক চালকের সহকারি জিশানসহ কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ট্রাক চালকের সহকারি জিশান (১৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং শান্তিনগর এলাকার জসিম উদ্দিনের ছেলে। আহত অপর ৩ বাস যাত্রীরা হলেন- গোলসেন বেগম (৪২), রেহেনা আকতার (৩৮), রুপন দে (৪০)।

পাঠকের মতামত

কক্সবাজারে বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে উদ্ধার হওয়া ২ দিনের ফুটফুটে নবজাতককে দত্তক নিলেন ...

ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ...