প্রকাশিত: ১৩/০৮/২০১৯ ৯:০৯ এএম

ভারতের কেরালায় সম্প্রতি এক অনন্য নজির দেখা গেছে। সেখানে শেষ কিছুদিন বৃষ্টির চাপ অনেকটা কমেছে। পানিও নেমে গেছে। কিন্তু পানি নামলেও কাঁদা আর পলির স্তর এখনও সেখানকার বাড়ি, ঘর, রাস্তার বিস্তৃত অংশকে ঢেকে রেখেছে। তেমনই পলি ঢাকা অবস্থায় পানি কমতেই জেগে উঠেছে ওয়ানাড়ের একটি বিখ্যাত রাম মন্দির। কিন্তু সেই মন্দির ঢাকা পড়েছে বিপুল পলির আস্তরণে।

গতকাল রবিবার সেই অবস্থা থেকে মন্দিরটিকে বাঁচাতে এগিয়ে এসেছেন স্থানীয় মুসলিম সংগঠনের সদস্যরা। মুসলিম ইউথ লিগের স্বেচ্ছাসেবকরা রবিবার সকাল থেকে মন্দির চত্ত্বর থেকে শুরু করে একেবারে বিগ্রহ পর্যন্ত হাতে হাত লাগিয়ে পরিস্কার করে দেন। কয়েক ঘণ্টার মধ্যে মন্দির একেবারে আবার ঝকঝকে হয়ে যায়।

শুধু ওয়ানাড় নয়, কেরালার নানা প্রান্ত এবার বন্যায় প্রায় ভেসে গেছে। সেখানে পানি নামার সঙ্গে সঙ্গেই স্বাভাবিক জীবনে ফেরার কোনো উপায় নেই। পরিস্থিতি বাসযোগ্য করতে প্রতিদিন লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সেখানেই ধর্মীয় ভেদাভেদের বেড়া ভেঙে গেছে। আজ ঈদ। অথচ গতকালও মসজিদ ছিল পানির নিচে।

উৎসবের আগে আগের রূপে ফিরিয়ে দিতে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করেছেন হিন্দুরাও। কুন্নুরের কুরুমাথুর জুম্মা মসজিদে রবিবার হাতে হাত মিলিয়ে কাজ করছেন কুমার ও সন্তোষ। রবিবার বিকেলের মধ্যে তারাও পরিস্কার করে ফেলেছেন মসজিদটি। ‌‌

পাঠকের মতামত

ফেসবুকে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোয় সেনাবাহিনীর হাত ছিল

২০১৭ সালে মুসলিম সংখ্যালঘুদের ওপর সহিংসতার আগে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর জন্য যে কয়েক ...

আশ্রয় নেওয়া বিজিপিদের বিনিময়ে বাংলাদেশি বন্দি মুক্তি দেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্যদের ফেরানোর বদলে দেশটির জান্তা সরকারের কারাগারে থাকা ...

মিয়ানমারের পরবর্তী নির্বাচন দেশব্যাপী নাও হতে পারে: জান্তা প্রধান

মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরলে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীন জান্তা সরকারের। তবে সে নির্বাচন ...

এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজস্ব ...