প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ৪:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
শিগগিরই মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধি দল। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানায় সংস্থাটি। এদিকে, ন্যাটোর সম্মেলনে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে, নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্ক। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ব্রাসেলসে দুই দিনব্যাপী ন্যাটো সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটও উঠে আসে। সম্মেলনের পার্শ্ব বৈঠকে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানান তুরস্কের ফাস্ট লেডি এমিনি এরদোয়ান। গত বছর তার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা তুলে ধরে এমিনি বলেন, তুরস্ক সবসময় নিপীড়ত মানুষের পাশে আছে। চলমান এই সমস্যা সমাধানে তিনি বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট শুরুর প্রায় ১ বছর পর অবশেষে সংঘাতপূর্ণ রাখাইন পরিদর্শনের সুযোগ পাচ্ছে জাতিসংঘ প্রতিনিধি দল। গত মে মাসে মিয়ানমারের সঙ্গে সংস্থাটির চুক্তির আওতায়, শিগগিরই সেখানে পর্যবেক্ষক দল পাঠানো হবে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। এর মধ্যদিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তাদের নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন সংস্থাটির উন্নয়ন কর্মসূচির এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাওলিয়াং শু।

জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কর্মসূচি পরিচালক হাওলিয়াং সু বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আমরা সাধ্যমত কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের একটি বিশেষজ্ঞ দল রাখাইন সফরে যাচ্ছে। সেখানকার সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবেন।’

জাতিসংঘ প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

এ অবস্থায় রোহিঙ্গাদের নিরাপত্তায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে বলেছেন, মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার। মৌলিক সুযোগ-সুবিধা বঞ্চিত এ সম্প্রদায়ের মানুষকে ভুলে গেলে চলবে না।

পাঠকের মতামত