প্রকাশিত: ০৭/০৭/২০২০ ২:৫৯ পিএম

বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, কঠোর স্বাস্থ্যববিধি মেনে চলায় অন্য বাহিনীর তুলনায় বিজিবিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে পিলখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন শেষে বিজিবি প্রধান দাবি করেন, করোনাকালীন সময়ে সীমান্তে পার্শ্ববর্তী দেশ থেকে পুশ ইনের উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটেনি। একইসাথে কঠোর স্বাস্থ্যববিধি মেনে চলার ফলে অন্যান্য বাহিনীর তুলনায় বিজিবিতে করোনা আক্রান্তের সংখ্যাও অনেক কম।

পাঠকের মতামত

আশ্রয় নেওয়া বিজিপিদের বিনিময়ে বাংলাদেশি বন্দি মুক্তি দেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্যদের ফেরানোর বদলে দেশটির জান্তা সরকারের কারাগারে থাকা ...