প্রকাশিত: ২২/১১/২০১৭ ১১:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৪ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের তীর ঘেষে নির্মান করা মেরিন ড্রাইভ সড়কটি বর্ধিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো জানান, সরকারের আপাতত এধরনের পরিকল্পনা না থাকলেও সড়ক শাহপরীরদ্বীপ পর্যন্ত বর্ধিত করার চিন্তা রয়েছে। তবে সেক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতা লাগবে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুল রহমান বদির সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এমপি বদি তার প্রশ্নে বলেন, বর্তমানে সেন্টমার্টিন যেতে পর্যটকদের প্রায় ৩ ঘন্টা সময় লাগে। যদি মেরিন ড্রাইভ রোডটি আরো ৩ কি.মি বর্ধিত করা হয় তাহলে খুব দ্রুতই সেন্টমার্টিন যাওয়া যাবে।
প্রশ্নের উত্তরে সেতু মন্ত্রী জানান, ইতিমধ্যে উখিয়া-টেকনাফের প্রায় সড়কের কাজ শেষ। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া সড়কগুলো ও নির্মান কাজ শেষ হয়েছে। তাছাড়া সড়ক প্রশস্তকরনের কাজ চলছে। তাই ভবিষ্যতে এই মেরিন ড্রাইভ সড়কটিও বর্ধিত করা হবে। তিনি আরো বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পরে তিনি ২৬ দিন কক্সবাজারে ছিলেন।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...