প্রকাশিত: ১১/০৭/২০১৮ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৪ এএম

মিয়ানমার সীমান্ত পুলিশের ৯ সদস্যর একটি প্রতিনিধি দল মঙ্গলবার যশোর হয়ে এখন খুলনায়। প্রতিনিধি দলটি এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ’র কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে এসেছে।বিজিবি খুলনা সেক্টরের সমন্বয়কারী মেজর আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর আব্দুল হান্নান জানান, ৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত মিয়ানমার সীমান্ত পুলিশ ও বিজিবির বার্ষিক সীমান্ত সম্মেলনে যোগ দেয় মিয়ানমার সীমান্ত পুলিশ। এ প্রতিনিধি দলের মধ্য থেকে ৯ সদস্য মঙ্গলবার বেলা ১১টায় যশোর পৌঁছে। এরপর তারা বেনাপোলে যান। সেখানে বিজিবির সীমান্ত এলাকা ও আইসিটি সেন্টার পরিদর্শন করেন। রাতে প্রতিনিধি দলটি খুলনায় পৌঁছে। এ প্রতিনিধি দলটি খুলনার সিটি ইন হোটেলে রাত্রী যাপন করছেন। তিনি জানান, আবহাওয়া ভালো থাকলে বুধবার সকালে প্রতিনিধি দলটি বাগেরহাটের মোংলা যাবে ও সেখানে বিজিবির কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং বিকালে প্রতিনিধি দলটি যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

পাঠকের মতামত