প্রকাশিত: ০৪/০৪/২০১৯ ৮:৫৬ এএম , আপডেট: ০৪/০৪/২০১৯ ৮:৫৬ এএম

শফিক আজাদ,ঘুমধুম সীমান্ত থেকে ফিরে::

কক্সবাজার রিজিয়নের তত্ত্বাবধানে কক্সবাজার ব্যাটেলিয়ান ৩৪ বিজিবি সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি-বিজিপির মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় উক্ত খেলা ঘুমধুম লাল ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিজিবি দল বিজিপি দল কে ২-১ সেটে ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মুরাদ জামান। তিনি বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত প্রীতি ভলিবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিজিবি’র রামু সেক্টর কমান্ডার মঞ্জুরুল হাসান খাঁন, ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, ৩৪ বিজিবি’র ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আশরাফ উল্লাহ রনি, ৩৪ বিজিবি’র নায়েক সুবেদার মোঃ রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ রমিজ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, হাবিলদার মোঃ জহির উদ্দিন খাঁন, নজরুল হোছাইন, রাকিবুল হাসান, দুবাসি আব্দুল করিম। খেলোয়াড়দের মধ্যে রয়েছেন-নায়েক সুবেদার মোঃ জাগির হোছাইন, ল্যান্স নায়েক মোঃ গোলাম সাকিন টিটু, সিপাই মোঃ মামুন, মোঃ রাশিদুল ইসলাম, মোঃ মাহামুদুল হাসান, মোঃ মুজিবুর রহমান, মোঃ নুরুজ্জামান, মোঃ মুরশেদ হোসেন, মোঃ হৃদয় হোসেন, মোঃ হামিদুর রহমান সহ ১৯ সদস্যের প্রতিনিধিদল। অপরদিকে মিয়ানমার বিজিপি পক্ষে সেক্টর কমান্ডার পুলিশ কর্ণেল সু মিয়ান্ত উই, বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্ণেল কিউ উইন হেলিং, তুমব্রু রাইটের পুলিশ মেজর অং মিন জু লুইন, স্টাফ অফিসার পুলিশ ক্যাপ্টেন মিন জু উই, পুলিশ ক্যাপ্টেন মিয়াথ থিন থো, ইউ থিন থিন্ট ওয়াউ, ইউ অং নিং উই, জু ইউং হুইট। খেলোয়াড়রা হলেন-পুলিশ থিং কু কু, টাই হাইট, ইউ অং জিন উই, ইউ সি থিন থো, কাইন্ট কু কু, মিন থাইন, জিন বু বু, উ কু কু, কাইন নাইট, ইউ কাউ নাইনসহ ১৭ সদস্যদের প্রতিনিধিদল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া প্রেমিক দর্শকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আইনশৃংখলাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

খেলা শেষে ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মুরাদ জামান, সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে বলেন, দু’দেশের মধ্যে সুম্পর্ক বজায় জন্য আগামী দিনগুলোতেও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চলমান থাকবে।

পাঠকের মতামত