প্রকাশিত: ২৫/০৭/২০১৮ ৩:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৬ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারে জেড পাথর খনিতে ভূমিধসে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভারি বৃষ্টির কারণে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরো বলা হয়, বহু মূল্যবান জেড পাথরে সমৃদ্ধ কাচিন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে। সেখানে মাঝে মাঝেই নানা রকম ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। এর শিকার হন যারা তাদের বেশির ভাগই অনুন্নত জাতিগোষ্ঠীর গরিব মানুষ।

মঙ্গলবার সকালে প্রত্যন্ত সেট মু এলাকায় বৃষ্টির কারণে ভূমিধস হয়। এতে জীবন্ত মাটিচাপা পড়েন কমপক্ষে ২৭ জন। স্থানীয় পুলিশ কর্মকর্তা অং জিন কাইওয়া বলেছেন, তারা কোনো মৃতদেহ খুঁজেই পান নি। রেডক্রস ও অগ্নিনির্বাপক বাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান চলছিল।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...