প্রকাশিত: ১২/০৩/২০১৯ ২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::
রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা সম্ভব হবে কি না তা নির্ধারণে প্রাথমিক তদন্ত করছে জাতিসংঘ।

সোমবার (১১ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে মিয়ানমারে নিযুক্ত সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেন, সাত লাখ রোহিঙ্গাকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেয়া ও রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তুলে ধরবেন তারা।

এ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছেন আন্তর্জাতিক আইনজীবীরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতন এখনো অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন ইয়াংহি লি।

পাঠকের মতামত