প্রকাশিত: ১৯/০৯/২০১৮ ৯:০৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : মালেশিয়ায় মদপানে এক বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই বাংলাদেশিসহ ৩৩ জন। মঙ্গলবার মালয়েশিয়ার সেলাঙ্গর জেলার পুলিশ এ তথ্য জানিয়েছে।

সেলাঙ্গর জেলার পুলিশ প্রধান মাজলান মানসর জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন মালয়েশীয়, চার নেপালি, এক ভারতীয় ও এক বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি। মৃতদের অধিকাংশই বিদেশি শ্রমিক বলে তিনি নিশ্চিত করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ১৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মাজলান মানসর। এদের মধ্যে দুজন মালয়েশীয়, ১৫ জন নেপালি ও দুজন বাংলাদেশি রয়েছে।

এক বিবৃতিতে পুলিশ প্রধান বলেছেন, ‘মৃত্যুর কারণ এখনো দাপ্তরিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, মদপানের পর এদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, এরা সবাই তিন ব্রান্ডের মদ পান করেছিল। এগুলো সব জেলার ক্লাং ভ্যালি এলাকা থেকে কেনা হয়েছিল।

পাঠকের মতামত