প্রকাশিত: ২৬/১০/২০১৮ ১২:২৬ পিএম

বিনোদন প্রতিবেদক::
বেড়ে উঠেছে গ্রামে। জন্ম থেকেই দেখেছে বাবাকে জনকল্যাণে কাজ করতে।বাবার কাছে শিখেছে মানুষ মানুষের জন্য।খেটে খাওয়া মানুষের মুখে হাসি দেখলে মন ভরে যায়।কারও কষ্টের কথা শুনলে ছুটে যায়।মানুষের কল্যাণে কাজ করতে পারলে নিজে শান্তি পায়।ক্যামেরার সামনে নয় বাস্তব জীবনে একজন সরল মনে মানুষ যায় নাম সনি রহমান।ক্যামেরার সামনে চিত্রনায়ক ও অভিনেতা বাস্তব জীবনে শুধুই সনি রহমান।স্বপ্ন তার আকাশ ছোয়া সবাইকে নিয়ে ভালো থাকা।বিভিন্ন সময় দেখা যায় সনি রহমানের জীবনের আনন্দময় মুহুর্ত গুলো পার করছে সাধারন ও খেটে খাওয়া মানুষদের সাথে।একসময় ইচ্ছা তার নিজের অর্থায়নে বৃদ্ধা শ্রম দেয়ার কিন্তু সে চায়না কোনো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিক।গ্রামে স্কুলকে জায়গা দেয়া, মসজিদ জন্য জায়গা দান,কর্মস্থল বিএফডিসিতে তার সহযোগীতা মসজিদ নির্মানের উদ্যোগ সহ অনেক মহৎ কাজে নিজেকে উৎস্বর্গ করা সব মিলিয়ে বাস্তব জীবনে হিরো সনি রহমান।বর্তমানে তোলপাড় সহ ৩ টি চলচ্চিত্রে কাজ করছে।তার ইচ্ছা নিজের রোজগারের টাকা নিজেই শুধু নয় জনকল্যাণে ব্যায় করে বাবার আদর্শে নিজের বাকি জীবনটা পার করা।

পাঠকের মতামত