প্রকাশিত: ১৭/০৭/২০১৮ ২:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৮ এএম
আবদুর রহমান বদি

ডেস্ক রিপোর্ট ::
মাদক সিন্ডিকেডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলোচিত-সমালোচিত সংসদ সদস্য (এমপি) বদি এখন যানজট নিরসন করতে চান। মাদক সমস্যা নয়, তিনি চিন্তিত এলাকার যানজট নিয়ে। এ সমস্যার নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন তিনি।

মাদক বিরোধী অভিযানের এক পর্যায়ে তাকে নিয়ে মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হলে সপরিবারে ওমরা পালন করতে যান এই এমপি। সেখান থেকে ফিরে এসে মাদকের বদলে যানজট নিয়ে সরব হয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব আবদুর রহমান বদি।

রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারণে বিভিন্ন এনজিও সংস্থা কাজ করার ফলে উখিয়া-টেকনাফ মহাসড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় উখিয়া-টেকনাফে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে উখিয়ার জনগণের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হয়ে সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণহানী হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব বিকল্প সড়ক নির্মাণ না হলে এই সমস্যা আরও জটিল হবে।’

এমপি বদি আরো বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে যে এনজিও কাজ করে তারা বা সরকারের নিজস্ব অর্থায়নে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে চেপটখালী হয়ে উখিয়া ফলিয়াপাড়া এন আই চৌধুরী সড়কে সংযুক্ত করে দিলেই যানজট কমে যাবে।’

তিনি উখিয়ার কোর্ট বাজার সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করা, উখিয়া-টেকনাফকে দ্রুত শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার উপরও গুরুত্বারোপ করেন। জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এই সভায় তিনি মাদক সমস্যা নিয়ে একটি কথাও বলেন নি।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ। সুত্র: বার্তা২৪

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরে ইফতার যে রকম

আব্দুল কুদ্দুস,প্রথমআলো রোববার বিকেল চারটা। কক্সবাজারের উখিয়ার প্রধান সড়ক থেকে বালুখালী আশ্রয়শিবিরে ঢোকার রাস্তায় দেখা ...

লাইসেন্সের কোন কাজ নেই, টাকা দিলে লাইসেন্স লাগে না!- উখিয়ার ব্যবসায়ী সাদ্দাম

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কথিত লেভেল লাগিয়ে অবৈধভাবে ব্যাটারির পানি বিক্রি করেন উখিয়ার সাদ্দাম মটরসের স্বত্তাধিকারী ...