প্রকাশিত: ২৪/১০/২০২০ ১:৫৫ পিএম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক,উখিয়া নিউজ ডটকম::

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু-আমতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ‘স্থল মাইন বিস্ফোরণে’ এক রোহিঙ্গা নিহত হয়েছে।
শনিবার রাত ২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

নিহত মোহাম্মদ জাবের (১৩) কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১-ডব্লিউ ক্যাম্পের ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।

নিহত রোহিঙ্গার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্ধৃত করে লে. কর্নেল আলী হায়দার বলেন, কিছুদিন উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে শনিবার রাতের প্রথম প্রহর ২টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত দিয়ে ফিরে আসছিলেন।

“এ সময় বাংলাদেশের রেজু-আমতলী সীমান্তের ৪০ নম্বর পিলারের ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে মোহাম্মদ জাবের নামের এক রোহিঙ্গা নিহত হয়।”

বিজিবির অধিনায়ক বলেন, “শনিবার সকাল ৯টায় কয়েকজন রোহিঙ্গাকে কাঁধে বহন করে কাপড় মোড়ানো অবস্থায় একটি বস্তু আনতে দেখে বিজিবির সদস্যরা তল্লাশি চালায়। এ সময় একটি ক্ষত-বিক্ষত লাশ পায়।”

আলী হায়দার আরো বলেন, নিহতের সহযোগিরা তাদের জানিয়েছেন মিয়ানমার থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরার পথে স্থল মাইন বিস্ফোরণে এই নিহতের ঘটনা ঘটে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...