প্রকাশিত: ২২/০৭/২০২১ ১১:২৪ এএম

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বুধবার (২১ জুলাই) রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে রওনা দেওয়া নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। তবে মৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রয়টার্স জানায়, ইউরোপের প্রধান গন্তব্য ইতালিতে গত কয়েক বছরে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশের সংখ্যা কমেছে। তবে ২০২১ সালে তা আবার বাড়তে শুরু করেছে।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...