প্রকাশিত: ১১/১১/২০১৯ ৪:২২ পিএম

রংপুরের পীরগাছায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী আব্দুল্লাহ আল মাসুদ স্বপন (২৮)। সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার চৌধুরানী ব্র্যাক অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার রুনি (২৩) ব্র্যাকের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। স্বামী আব্দুল্লাহ আল মাসুদ স্বপন (২৮) গাইবান্ধার বল্লমঝাড় এলাকার সামসুল আলম মাস্টারের ছেলে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্র্যাকের চৌধুরানী শাখার ক্যাশিয়ার তাসলিমা আক্তার রুনি সকাল থেকে নিজের অফিসে বসে কাজ করছিলেন। বেলা ১২টার দিকে তার স্বামী আব্দুল্লাহ আল মামুদ স্বপন ওই অফিসে ঢুকে তাকে আলাদা একটি কক্ষে নিয়ে গিয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এরপর নিজে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন স্বপন।

পরে এলাকার লোকজন রুনিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পীরগাছা থানা পুলিশের এসআই বুলবুল হাসান জানান, পীরগাছার সুবিদ গ্রামের তোজাম্মল হোসেনের মেয়ে রুনির সঙ্গে গাইবান্ধার বল্লমঝাড়ের সামসুল ইসলামের ছেলে স্বপনের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে রেখে কয়েক বছর বিদেশে থাকেন স্বপন। ছয় মাস আগে দেশে ফিরলেও রুনি তার কাছে যাননি। আর্থিক বিষয়ে নানা টানপোড়েনের কারণে স্বপন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

Rangp

অপরদিকে, একই দিন সকাল ১০টার দিকে রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেত থেকে আজগর আলী (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হর নারায়নপুর শিমুল বাজার সংলগ্ন ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজগর আলী হর নারায়ণপুর শিমুল বাজার এলাকার আলিফ উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে গলায় গামছা পেঁচানো এক ব্যক্তির মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের খবরে নিহতের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

৪ দিন থাকবেন সুইডেনের রাজকন্যা, দেখতে আসবে রোহিঙ্গা ক্যাম্প

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তার ...

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ‘দুই কোটি টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, ঘুস না নিলে টাকা তুলব কীভাবে?’

দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। টেন্ডারের গোপন রেইট ফাঁস, নিজস্ব ঠিকাদার দিয়ে ...