প্রকাশিত: ০৬/১২/২০১৮ ২:১০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিশ্ব এস্তেমায় হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে কক্সবাজারের ওলামা মশায়েখদের উদ্যোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সমাবেশে যোগ দেয়ার জন্য ইতিমধ্যে কুতুবদিয়া -মহেশখালী থেকে যারা আসছেন তাদের জমায়েত শহরের নুনিয়াছটা ৬নং এলাকায়, উখিয়া-টেকনাফ থেকে যারা আসছেন তারা কলাতলী ডলফিন মোড় এলাকায়, চকরিয়া-ঈদগাঁহ থেকে যাঁরা আসছেন তারা খুরুস্কুল রাস্তার মাথা এলাকায় ও রামু এলাকা থেকে যার আসছেন তারা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সেসব এলাকা থেকে সকল ওলামা মশায়েখ, তাবলীগ জামায়াতের সাথী ও সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে সবাই এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হবেন বলে তাবলীগ জামায়াতের স্থানীয় মুরব্বী ও রামু’র রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহসেন শরীফ জানিয়েছেন। এদিকে, পরিবেশ-পরিস্থিতি শান্ত রাখার জন্য শহরের গোলদীঘির পাড় মারকাজ জামে মসজিদ, উল্লেখিত এলাকা গুলোসহ শহরের গুরুত্বপূর্ণ পয়ন্টে প্রচুর দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আমেরিকান রাষ্ট্রদূত মিঃ রবার্ট মিলারকে নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সভা চলায় তাবলীগ জামায়াতের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে প্রশাসন বিপাকে পড়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত