প্রকাশিত: ০৮/১১/২০১৮ ১১:৩৭ এএম , আপডেট: ০৮/১১/২০১৮ ১১:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে আরো ‍সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত থেকেই এলাকায় এলাকায় মোহড়া দিতে দেখা গেছে র‌্যাব ও পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ টহল দেয়া হয়েছে। যা অব্যাহত আছে।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে কুচক্রিমহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সে লক্ষ্যে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে।

মহড়ায় র‌্যাবের শতাধিক মোটারসাইকেল, পিকআপ ভ্যান এবং র‌্যাবের গাড়িতে কয়েকশ সদস্য অংশ গ্রহণ করে।

র‌্যাব জানায়, রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে র‌্যাব-পুলিশের তল্লাশি চৌকি স্থাপন ও টহল ব্যবস্থা থাকবে। এছাড়াও পোশাকে ও সাদা পোশাকে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।

রাজধানীর মিরপুর, পল্লবী, দারুস সালাম, নিউমার্কেট, ধানমন্ডি, পুরান ঢাকা, গাবতলী, আগারগাঁও, শ্যামলী, মোহাম্মদপুর, শাহবাগ, মতিঝিল, উত্তরা, মহাখালী, বনানী, গুলশান এলাকাসহ রাজধানীর প্রতিটি স্থানের র‌্যাবের টহল থাকতে দেখা যায়।

এছাড়াও সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদারের কাজ করছে র‌্যাব-পুলিশ।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...