প্রকাশিত: ২৯/১১/২০১৭ ৭:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ডিজিটাল নিরাপত্তা আইনের চূড়ান্ত খসড়া তৈরি করেছে মন্ত্রিসভা কমিটি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংসদের শীতকালীন অধিবেশনে আইনটি অনুমোদন পেলে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারাসহ আরো কয়েকটি ধারার বিলুপ্তি ঘটবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বশেষ পর্যালোচনা বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, দেশের ১৬ কোটি মানুষের ডিজিটাল নিরাপত্তা বিধানের জন্যই এই আইনটি করা হচ্ছে।

পর্যালোচনা বৈঠকের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইনটি এমনভাবে করা হচ্ছে যাতে মানুষের বাক স্বাধীনতা বিঘ্নিত না হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরী সংক্রান্ত শৃঙ্খলাবিধির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে শিগগিরই পাঠাবে আইন মন্ত্রণালয়।

সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

দীর্ঘ বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার খুঁটিনাটি দিকগুলো আলোচিত হয়।

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...