প্রকাশিত: ১৪/১০/২০২১ ৪:৩৫ পিএম

অভাব আর সাংসারিক নানা কারণে রিকশাচালক আব্বাস এবং সালমা দম্পতির মধ‌্যে পারিবারিক কলহ লেগেই থাকতো দিনের পর দিন।

নিত্য ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সালমাকে জিম্মি করে নিজের ৬ মাসের শিশু সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন রিকশাচালক আব্বাস। সন্তানকে ফেরত চাইলে উল্টো নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয় সালমাকে। তবে শেষ পর্যন্ত পুলিশ অভিযান পরিচালনা করে সালমার সন্তানকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সন্তান বিক্রি করে দেওয়া বাবা আব্বাসকে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার সিঅ‌্যান্ডবি এলাকায়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবার) সকালে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওসি জানান, গত মঙ্গলবার সালমার ৬ মাস বয়সী শিশুপুত্র শাহিনকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলো বাবা রিকশাচালক আব্বাস উদ্দিন। সন্তান ফিরে পেতে চাইলে সালমাকে হত্যার হুমকি দেয় তার স্বামী। এই ঘটনায় অভিযোগ পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে গ্রেপ্তার করা হয় আব্বাসকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বিক্রি করে দেওয়া শিশু সন্তান শাহিনকে। আব্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...