প্রকাশিত: ০৯/১২/২০১৮ ৭:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির সকল পদ-পদবী থেকে ইস্তফা দিয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মনোনয়ন না পাওয়ায় ও দলীয় বিশৃঙ্খলাসহ নানা কারণে বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান মনির খান। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

মনির খান বলেন, ‘বিভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণকে এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো। আমার নির্বাচনী এলাকার জনগণের প্রাণের দাবির সঙ্গে একাত্ম হয়ে আমি বিএনপির সকল সাংগঠনিক পদ-পদবী থেকে ইস্তফা দিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি আজ থেকে কোনো দলের অন্তর্ভুক্ত নই, একজন সঙ্গীত শিল্পী হিসেবে পূর্বের ন্যায় সঙ্গীতের কর্মকাণ্ড চালিয়ে যাব। আমি সকলের দোয়া চাই। আমি গানের মানুষ প্রাণ খুলে গান গাইতে চাই।’

এর আগে শুক্রবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও ঝিনাইদহ-৩ আসনে দলটির কাউকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

বিএনপি সূত্র জানায়, আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় বিএনপি জামায়াত ইসলামীকে ছেড়ে দিচ্ছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...