প্রকাশিত: ১৩/১১/২০১৮ ১০:৫৪ পিএম

বান্দরবান প্রতিনিধি –  বান্দরবানে রোয়াংছড়িতে ৪ রোহিঙ্গাকে আটক করেছে রোয়াংছড়ি থনার পুলিশ। আটককৃতরা হলো মায়ানমারের আইক্যাব জেলা, (১) মনরু থানা, মুন্নি গ্রামের বাসিন্দা মোঃ আমির হোসেনের ছেলে মোঃ জোবায়ের (২৪), (২) আইক্যাব জেলা,বলিবাজার থানায়,গাড়তীবিল গ্রামের বাসিন্দা মোঃ কালু এর ছেলে মোঃ আলম (২০), (৩) আইক্যাব জেলা,বলিবাজার থানায়,গাড়তীবিল গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে রশিদ উল্ল্যাহ (১৭), (৪) আইক্যাব জেলা,মন্ডু থানা, পোয়াহালী গ্রামের বাসিন্দা ছৈয়দুর রহমানের ছেলে মোঃ ইউনুস (২০), তাঁরা সকলেরই কুতুপালং ও হাকিম পাড়া ক্যাম্পে নিবন্ধিত বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলা ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন ঘেরাউ ভিতর পাড়া ঠিকাদারের রিংওয়েলের কাজ করতে এসে ছিল। রোয়াংছড়ি থানা পুলিশে সাথে আকর্ষিক হয়ে জিজ্ঞাসাবাদের রোহিঙ্গা পরিচয় পেয়ে সাথে সাথে আটক করা হয়।

এ ব্যাপারে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ শরিফ ইসলাম বলেন, রিংওয়েল কাজে আসার ৪ শ্রমিকের সন্দেহ করি, এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করলে রোহিঙ্গা পরিচয় দেয়ার সাথে সাথে আটক করি । আটক ৪ রোহিঙ্গাকে যার যার শিবিরের পাঠিয়ে দেয়া হবে বলে প্রতিনিধিকে জানান।

পাঠকের মতামত