প্রকাশিত: ১৬/০৮/২০১৮ ৬:৫৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:১৮ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে কারো কথায় মানছে না মিয়ানমার। ব্যাপকভাবে আন্তর্জাতিক চাপ সত্তেও রোহিঙ্গা সংকট সমাধানে কোনো সদিচ্ছাই প্রকাশ পাচ্ছে না দেশটির। মুখে মুখে নানা আলোচনার কথা বললেও রোহিঙ্গা সমস্যা সমাধানে এখনো পর্যন্ত আন্তরিকতার ন্যুনতম কোনো প্রকাশ ঘটায়নি। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে তার মামার বাড়িতে বেড়াতে আসেনি। তারা চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নারী-শিশু বয়স্কা ও বৃদ্ধদের নির্যাতন,খোলা আকাশের নিচে সন্তান প্রসবসহ নিজেদের ভিটেবাড়ি ফেলে ক্যাম্পে রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে। এখানে তারা আরাম- আয়েশ করতে আসেনি। ব্যাপকভাবে বিতাড়িত যারা কষ্ট করে মৃত্যুর মুখোমুখি হয়ে আবার অনেকেই মৃত্যু বরণ করে এখানে এসেছেন। বাবা হারিয়েছে ছেলেকে, ছেলে হারিয়েছে তার বাবাকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে এমনি করে স্বজন হারা মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা মুসলিম আজ মজলুম হয়ে এপারে এসেছেন। গত সপ্তাহে আমি মিয়ানমারে গিয়ে নিজের চোখে দেখে এসেছি, সেখানে মসজিদ ভেঙ্গে গরু রাখা হয়েছে। সেখানকার রোহিঙ্গা মুসলমানদের নজিরবিহীন নির্যাতনের চিত্র যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে। সরকারের পাশাপাশি উখিয়ার স্থানীয়রা খাদ্য ও জায়গা দিয়ে রোহিঙ্গাদের যেভাবে সহযোগিতা করেছেন তা মানবতার ইতিহাসে বিরল। ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ টায় উখিয়া উপজেলা প্রশাসন ও জাতিসংঘের অভিবাসন সংস্থা ( আইওএম) উদ্যোগে আয়োজিত বলপ্রয়োগে বাস্ত্তচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর আগমনের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীর মাঝে এলপিজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনডিসি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, আইওএম এর ট্র্যানজিশন এন্ড রিকোভারির হেড মিজ সংযুক্তা সাহানী, এফএও ইমার্জেন্সি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ‍মি, পিটার এগ্নিউ, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

পাঠকের মতামত